গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়

গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায় এ ধরনের প্রশ্ন যদি কারো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ গ্রাফিক্স ডিজাইন এর অনেক সেক্টর রয়েছে যেগুলো থেকে আলাদা আলাদা ভাবে অভিজ্ঞতা অর্জন করে কাজ করা যায়।

গ্রাফিক্স-ডিজাইন-করে-কত-টাকা-আয়-করা-যায়
তবে গ্রাফিক্স ডিজাইন করে আয় করা সম্ভব। অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের পার্ট টাইম কিংবা ফুলটাইম দুই ভাবেই কাজ করা যায়। এছাড়া গ্রাফিক্স ডিজাইন আন্তর্জাতিক মার্কেটপ্লেস এ কাজ করে মাসে বিভিন্ন এমাউন্টের টাকা ইনকাম করা যায়। চলুন এ ব্যাপারে নিচে আলোচনা করি।

সূচিপত্রঃ গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়

গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়

গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায় সরাসরি বলা খুবই কঠিন। কারণ গ্রাফিক্স ডিজাইনের  আয় নির্ভর করবে ডিজাইনারের কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা এবং কোন মার্কেটে কাজ করছেন তার ওপর। গ্রাফিক্স ডিজাইন করে যদি লোকাল মার্কেটে কাজ করা যায় অর্থাৎ মার্কেটে কোন কোম্পানিতে প্রিন্টিং প্রেসের তাহলে মাসে ৮০০০ থেকে ২৫০০০ টাকা ইনকাম করা যায়।

আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

আচ্ছা, আপনি যদি নিজে কোন কোম্পানির পোস্টার ব্যানার অথবা বিয়ের কার্ড ডিজাইন করে থাকেন তাহলে আপনার পারিশ্রমিক অনুযায়ী আপনি তাদের কাছে আপনার অ্যামাউন্ট জানাতে পারেন। গ্রাফিক্স ডিজাইনে  ভালো পারফরমেন্স দেখাতে পারলে ইনকাম ভালো হয়। এছাড়া আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ রয়েছে গ্রাফিক্স ডিজাইন শিখে। 

গ্রাফিক্স ডিজাইন এর অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি দক্ষতা অর্জন করতে পারলে আন্তর্জাতিক মার্কেটপ্লেস ফাইবার, আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদিতে কাজ পাবেন এবং এর পরিবর্তে ডলার ইনকাম করতে পারবেন। যদিও এই মার্কেটপ্লেসগুলোতে প্রতিদিন কাজ করার প্রয়োজন হয় না, কিন্তু বাইরের দেশের বায়ারদের কাছে কাজ পেলে ভালো মানের ইনকাম করা যায়। 

কারণ একটি লোগো ডিজাইন করে সর্বনিম্ন ১০ ডলার ইনকাম করা যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট ৫-৫০ ডলার ইনকাম করা যায়। কারণ বাংলাদেশের ভিত্তিতে যদি হিসাব করা হয় তাহলে একজন মানুষ যদি ২-৩ টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে থাকে তাহলে প্রতিদিন ৫০০-২০০০ টাকা ইনকাম করতে পারবে। আবার অনেকেই লোগো ডিজাইন করে মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন।

তবে আপনি যদি একজন সফল দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে আপনার মেধা এবং পরিশ্রম দ্বারা অনেক কিছুই করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর রয়েছে যেমন পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড, টি শার্ট ডিজাইন ইত্যাদি এগুলো আপনি যদি কয়েকটা ডিজাইন শিখে আপনার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়ে দেন তাহলে আপনি ইনকাম শুরু করতে পারবেন। 

যারা গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে পোশাক ডিজাইন করে তারা মাসে ১ লাখ টাকার বেশি আয় করতে পারে। যেহেতু বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের প্রচুর চাহিদা তাই আপনি যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার বা পোশাক ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইন করে সেগুলো আপনি আন্তর্জাতিক কিংবা দেশি মার্কেটে বিক্রয় করে ভালো আয় করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে 

গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন সময় লাগবে এটি নির্দিষ্টভাবে বলা যাবে না। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে গ্রাফিক ডিজাইন শিখে থাকে কেউ অনলাইনে কোর্স করে ১/২/৩/৬ মাসের আবার কেউ অফলাইনে ক্লাস করে। আবার অনেকেই আছেন যারা ইউটিউব দেখে কোন ধরনের ইনভেস্ট ছাড়াই শেখেন।  তাই কতদিন সময় লাগবে এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ডিজাইন শিখতে চান এবং কোন মাধ্যমে শিখতে চান। 

কারণ গ্রাফিক্স ডিজাইন এর অনেক সেক্টর রয়েছে যেগুলো শিখে কখনো শেষ করা যাবে না। আপনি যদি সারা জীবন গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করেন এরপরও শেষ হবে না। তাই আপনি যদি বেসিক ধারণা নিতে চান তাহলে ১/২ মাস লাগতে পারে কিন্তু যদি মোটামুটি ভাবে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে ৩-৬ মাস সময় লাগবে। আপনি যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার বা এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে ৬-১২ মাস কিংবা এর চাইতে বেশি সময় ধরে শিখতে হবে ধৈর্য সহকারে। 

আপনি যদি ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন এ দক্ষতা অর্জন করতে চান তাহলে প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ৬-৮ আধঘন্টা প্র্যাকটিস করতে হবে টানা ৩-৪ মাস। এছাড়া বিনামূল্যে ইউটিউবে অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইন এর কোর্স আছে সেগুলো যদি শিখতে চান তাহলে ৪-৮ ৮ মাস সময় লাগবে। লোকাল ট্রেনিং গুলোতে শিখতে অর্থাৎ হাতে-কলমে শেখার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে ৪-৬ মাস। এছাড়াও প্রতিনিয়ত নিজেকে প্র্যাকটিস করতে থাকতে হবে তাহলে উন্নতি করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনারের বেতন কত

অনেকেই যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা প্রশ্ন করেন গ্রাফিক্স ডিজাইনারের বেতন কেমন হয়। আসলে নির্দিষ্ট করে স্থায়ীভাবে বলা যায় না গ্রাফিক্স ডিজাইন এর বেতন কত। কারণ একজন গ্রাফিক্স ডিজাইনার এর বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। যেমন কাজের ধরন, বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার সক্ষমতা, নিজের অভিজ্ঞতা বা স্কেল অন্যের কাছে তুলে ধরা ইত্যাদি ওপর। 

যারা বাংলাদেশে লোকাল ভাবে চাকরি করেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তাদের বেতন বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যারা সদ্য গ্রাফিক্স ডিজাইন শিখেছেন এবং ছোট প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন তারা প্রতিমাসে ৫০০০-১৫০০০ টাকা আয় করতে পারেন। এবং যারা মিডিয়াম লেভেলের কাজ শিখে এবং ১-২ বছরের অভিজ্ঞতায় কাজ করছেন তাদের বেতন বাংলাদেশের লোকাল মার্কেটে ১৫০০০-২৫০০০ টাকা।

আরো পড়ুনঃ ঘরে বসে আয় করার সহজ উপায় জানুন

এবং যারা সিনিয়র এবং এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার তারা বাংলাদেশের মার্কেটপ্লেসে বিভিন্ন উপায়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। যেমন বড় বড় কোম্পানি, মার্কেটিং এজেন্সি, কর্পোরেট ফার্ম এতে কাজ করে তারা প্রতি মাসে ৩০০০০-৮০০০০ টাকা ইনকাম করতে পারেন। এছাড়া আন্তর্জাতিক মার্কেটপ্লেস গুলোতে লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট,দীর্ঘমেয়াদি ক্লায়েন্টদের বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন এর কাজ গুলো কি কি 

গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটি সৃজনশীল এবং আকর্ষণীয় পেশা যার মধ্যে লুকায়িত থাকে সৌন্দর্য, মাধুর্যতা, ডিজাইনের কৌশল, মেধা ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইনের অনেক ধরনের কাজ আছে যেগুলো বলে শেষ করা যাবে না।  গ্রাফিক্স ডিজাইনের অনেক ধরনের কাজ আছে যেগুলো মানুষ শিখে তাদের কর্মসংস্থানের পথ করে নিতে পারে। বর্তমানে কিছু জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন হল। 

  • লোগো ডিজাইন 
  • বিজনেস কার্ড ডিজাইন 
  • পোস্টার ডিজাইন 
  •  ও ব্যানার ডিজাইন
  • সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন 
  • UI/UX ডিজাইন (user interface/is it experience) 
  • ব্রশার ডিজাইন 
  • ফ্লাওয়ার ডিজাইন 
  • বুকলেট ম্যাগাজিন লেআউট ডিজাইন 
  • প্রিন্টিং ডিজাইন অর্থাৎ ব্যানার, বিলবোর্ড, প্যাকেজিং, লেভেল ডিজাইন 
  • ইলাস্ট্রেসন ডিজাইন 
  • মোশন গ্রাফিক্স 
  • অ্যানিমেটেড ডিজাইন

উপরের সবগুলো ডিজাইন গ্রাফিক্স ডিজাইন হিসেবে পরিচিত। তবে এর মধ্যে যারা বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম করে থাকেন তারা প্রথমত লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, পোস্টার, ব্যানার ইত্যাদি। অন্যান্য গুলোর তুলনায় এ সকল কাজ গুলো কিছুটা সহজ তাই যারা গ্রাফিক্স ডিজাইন নিজের দক্ষতা বাড়াতে চান এবং ইনকাম করতে চান তারা প্রথমত লোগো, ব্যানার, বিজনেস কার্ড ডিজাইন শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পারেন।

২০২৫ সালে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ও ইনকাম কেমন

গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ২০২৫ সালে এসে অনেক বেড়ে গেছে। শুধু গ্রাফিক্স ডিজাইনের চাহিদা না বর্তমানে ফ্রিল্যান্সিং এর কারণে মানুষ আর বেকার বসে থাকছে না কারণ ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলো শিখিয়ে মানুষ তার ইনকামের পথ খুঁজে নিয়েছে। ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করা যায় যার কারণে মানুষ ফ্রিল্যান্সিং কে ই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। ফ্রিল্যান্সিং এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।

গ্রাফিক্স-ডিজাইন-করে-কত-টাকা-আয়-করা-যায়
বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের অনেক ধরনের স্কিল শিখে ইনকাম করা যায়। ডিজিটাল মার্কেটিং এর উন্নতির ফলে এবং সোশ্যাল মিডিয়া বৃদ্ধির কারণে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ২৫-৩০% বৃদ্ধি পেয়েছে। কারণ বর্তমানে সব ধরনের ব্যবসা ব্যবসার প্রচার অনলাইনে করা হচ্ছে। এজন্য কোম্পানির কভার ব্যানার পোস্টার ডিজাইন করার জন্য গ্রাফিক্স ডিজাইন ভূমিকা রয়েছে।

কারণ বর্তমানে ই-কমার্স ব্যবসার উন্নতির কারণে নতুন নতুন ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিনিয়তই লোগো প্যাকেজিং এবং ওয়েব ব্যানার ডিজাইন করতে হয় আর এর জন্য গ্রাফিক্স ডিজাইনারের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আর গ্রাফিক্স ডিজাইন বিশেষ করে মেয়েদের জন্য খুবই রুচিশীল এবং মার্জিত কাজ।

আরো পড়ুনঃ মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

কারণ এখানে বিভিন্ন কালারিং এর কম্বিনেশন রয়েছে যেখানে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন। আর মেয়েরা সব চাইতে বেশি কালারের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে থাকে এবং কালার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে। অনলাইনে কিংবা অফলাইনে এছাড়াও ইউটিউবে অনেকেই এখন গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখছে।

গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয়ের উপায় 

গ্রাফিক্স ডিজাইন করে বর্তমানে অনলাইনে আয়ের অনেক উপায় রয়েছে যেগুলো জানা থাকলে আপনিও ঘরে বসে সময় নষ্ট না করে গ্রাফিক্স ডিজাইন শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন। যেহেতু বর্তমান ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে ঘরে বসে আয় করার অনেক উপায় রয়েছে। এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। গ্রাফিক্স ডিজাইন এর অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলো ডেভেলপ করে আপনার চাহিদা সম্পন্ন কাজ করে ইনকাম করতে পারেন।

ফাইবারে সার্ভিস বিক্রিঃ বর্তমানে ফাইবার অন্যতম একটি আন্তর্জাতিক ফাইন্যান্সিং মার্কেটপ্লেস যেখানে আপনার নিজের ডিজাইন বা সার্ভিস গুলো খুব সহজে বিক্রয় করতে পারবেন। ফাইবারে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সার্ভিস বিক্রয় করতে পারেন যেমন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, বিজনেস কার্ড ইত্যাদি। আপনার কাজের একটি সুন্দর গিগ তৈরি করে ফাইবারে পাবলিস্ট করবেন যদি কোন ক্লায়েন্ট এর পছন্দ হয় তাহলে আপনাকে নক দেবে।

Upwork এ বিড করে কাজ পাওয়াঃ Upwork একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে ক্লায়েন্টরা আপনাকে কাজের পোস্ট দিবে এবং আপনাকে কাজ ধরে নিতে হবে। এখানে দুই উপায়ে কাজ করতে পারেন পার্ট টাইম এবং ফুল টাইম। এখানে লং টাইম ক্লাইন্ট  পাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিটি কাজের জন্য ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডলার নির্ধারণ করে দিবেন। 

ক্যানভাতে ডিজাইন বিক্রি করা 

ক্যামভাতে আপনার নিজস্ব ডিজাইন তৈরি করে বিক্রি করতে পারবেন। ক্যানভাতে আপনার নিজস্ব তৈরি ডিজাইন, টেমপ্লেট, লোগো, ইনভাইটেশন কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রয় করে ইনকাম করতে পারবেন। খুব সহজে আপনার মোবাইল দিয়ে ক্যানভা থেকে কাজ শেখা যায়। 

টি শার্ট বা মগ ডিজাইন করে বিক্রিঃ অনেকে আছেন যারা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে টি-শার্ট ডিজাইন করে থাকে। আপনি যদি টি-শার্ট ডিজাইনে আগ্রহী হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন করে Merch by Amazon বা Teespring এ বিক্রি করতে পারেন। টি-শার্ট ছাড়াও এখন অনেকেই মন ডিজাইন করতে অনেক বেশি আগ্রহী।

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়াঃ আপনার গ্রাফিক্স ডিজাইন এর বিভিন্ন ধরনের কাজের ছবি কিংবা পোস্ট ফেসবুক গ্রুপ পেজ বা নিজের কোন পেজে ওয়েবসাইটে আপনার সার্ভিসের বিজ্ঞাপন দিতে পারেন। এছাড়া মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার নিতে পারেন ডিজাইন প্রতি এবং মার্কেটে চাহিদা অনুযায়ী আপনার পণ্যের দাম সহ বিজ্ঞাপন দিবেন।

কোন সফটওয়্যার গুলো জানলে বেশি আয় করা সম্ভব

গ্রাফিক ডিজাইন করে যারা খুব ভালো মানের আয় করতে চান তাদের সৃজনশীল দক্ষতার সাথে কিছু জনপ্রিয় সফটওয়্যার এবং টুলস সম্পর্কে জানতে হবে। যত বেশি টুলস এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন তত বেশি আপনি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। চলুন নিজে গ্রাফিক্স ডিজাইন এর জন্য জনপ্রিয় কিছু সফটওয়্যার সম্পর্কে জানা যাক। 

  • Adobe Photoshop 
  • Adobe illustrator 
  • Adobe in design 
  • Canva pro 
  • Figma
  • Adobe after effect 
  • Adobe premiere pro 
  • Photopea 
  • Canva
  • CoraIDRAW
  • Microsoft PowerPoint 

গ্রাফিক্স ডিজাইন শেখার সময় এ সকল সফটওয়্যার গুলো ব্যবহার করলে খুব দ্রুত আপনি কাজের দক্ষতা অর্জন করতে পারবেন এবং ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন। এই জনপ্রিয় সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনার পছন্দ মত কাজ শিখে আপনি লোকাল মার্কেটে কিংবা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে দক্ষ গ্রাফিক্স ডিজাইনার তৈরি করতে পারবেন। 

নতুনদের জন্য গ্রাফিক্স ডিজাইন শুরু করার গাইডলাইন 

বর্তমানে ফ্রিল্যান্সিং এর দুটি জনপ্রিয় সেক্টর হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং অন্যটি গ্রাফিক্স ডিজাইন। অনেকেই এই দুইটির মধ্যে একটি পছন্দ করে অনেকেই আবার দুইটি পছন্দ করে। তবে বেশিরভাগই ফ্রিল্যান্সাররা গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুটি সম্পর্কে ধারণা রাখেন। যারা নতুন আছেন হয়তো বুঝে উঠতে পারছেন না কোন ইস্কিলটি শিখে দ্রুত আয় করা যাবে তাই না? 

তাদের জন্য বলব আপনি দুইটি কাজ youtube এ সার্চ দিয়ে কিছুটা ধারণা নিতে পারেন এরপর আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাই শিখতে পারেন। কারণ দুটি কাজই জনপ্রিয়। এবং দুটি কাজ করেই মার্কেটপ্লেসে কাজ পাওয়া সম্ভব অর্থাৎ ইনকাম করা সম্ভব। নতুনরা যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই ৩-৬ ছয় মাসের একটি গ্রাফিক্স ডিজাইন কোর্স করে নিতে পারেন অনলাইন কিংবা অফলাইন যে কোন মাধ্যমে। 

গ্রাফিক্স ডিজাইন শেখার আপডেট কিছু গাইডলাইন 

গ্রাফিক্স ডিজাইনের মূল ধারণা আসলে কি বুঝায় এটি আপনাকে বুঝতে হবে। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন কি, কেন শিখবেন, কোন জায়গায় এর ব্যবহার করতে হয় ডিজাইনের মূল উপাদান গুলো কি কি ইত্যাদি সকল বিষয়ে ধারণা থাকতে হবে।

গ্রাফিক্স-ডিজাইন-করে-কত-টাকা-আয়-করা-যায়

  • এরপর আপনাকে সফটওয়্যার বেছে নিতে হবে কোন সফটওয়্যার গুলো দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন। প্রথমত বলব ক্যানভা দিয়ে খুব সহজে ডিজাইন করা সম্ভব, এডোবি ফটোশপ মিডিয়াম ভাবে শেখা যায় এবং এডোবি ইলাস্ট্রেটর কিছুটা কঠিন হলেও একবার শিখতে পারলে সহজ হয়ে যাবে। 

  • গ্রাফিক্স ডিজাইন ফ্রিতে শেখার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো সার্চ করে দেখে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। অনেকেই ফ্রি ভিডিও গুলো দেখে গ্রাফিক ডিজাইন শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। 
  • গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে ধৈর্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিশ্রম। এ সকল কিছু দিয়ে যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শেখেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এগুলোর কোনটি ছাড়া আপনি সামনে এগোতে পারবেন না।
  • গ্রাফিক্স ডিজাইন শেখার মৌলিক কিছু নিয়ম যেমন টাইফোগ্রাফি/ফোন ব্যবহারের নিয়ম, কালার থিওরি/রং নির্বাচন, layout and spaching,visual hierarchy/আগে কোনটা চোখে পড়বে ইত্যাদি।
  • নিজে নিজে কিছু ডিজাইন তৈরি করার চেষ্টা করতে হবে যেমন ফেসবুক কভার ডিজাইন, youtube থাম্নেল, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ইনস্টাগ্রাম পোস্ট, ফ্লায়ার, ব্রশর।
  • নিজের ডিজাইনগুলো অন্যদের শেয়ার করুন এবং তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিন এবং অভিজ্ঞদের মতামত নিয়ে আপডেট ডিজাইন শুরু করুন। 
  • প্রথম আয় শুরু করার জন্য ফাইবারে থাম্নেল ডিজাইন বা লোগো ডিজাইন এর মত সহজ সহজ গিগ তৈরি করুন।

গ্রাফিক্স ডিজাইন করে আয় সম্পর্কিত FAQ প্রশ্নোত্তর 

প্রশ্ন: মাসে ঘরে কত আয় করা যায়? 

উত্তর: নতুনদের আয়:৫০০০-১৫০০০ টাকা। 

মাঝারি আয়:২৫০০০-৫০০০০ টাকা। 

অভিজ্ঞদের: প্রায় ১ লক্ষ বা তার বেশি আই করা সম্ভব।

প্রশ্ন: কি ধরনের কাজ Fiverr এ বেশি চলে? 

উত্তর: লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, থাম্নেল, বিজনেস কার্ড, ফ্লাইয়ার ডিজাইন ইত্যাদি।

প্রশ্ন: নিজের ডিজাইন কিভাবে বিক্রি করা যায়? 

উত্তর: Esty,Creative market, Red bubble,Teespring,Gumroad ইতালিতে ডিজাইন আপলোড করে বিক্রি করা যায়। 

প্রশ্ন: মোবাইল দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন করে আয় করা যায়? 

উত্তর: হ্যাঁ, ক্যানভা, পিক্সেল ল্যাব, এডোবি এক্সপ্রেস এর মাধ্যমে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব তবে সীমিত কাজ। 

প্রশ্ন: ইউটিউব থাম্নেল ডিজাইন করে আয় করা যায়?

উত্তর: হ্যাঁ, অনেক ইউটিউবার ফ্রিল্যান্সার দিয়ে থাম্নেল বানাই প্রতি ডিজাইনে $২-$১০ আয় করা যায়।

শেষ মন্তব্যঃ গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়

বর্তমানে গ্রাফিক ডিজাইন খুবই লাভজনক এবং চাহিদা সম্পন্ন একটি পেশা। যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তোলা যায় তাহলে খুব সহজেই ঘরে বসে থেকে নিজের ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে আয় করা সম্ভব। বর্তমানে চাকরির পিছে না ছুটে যদি ঘরে বসে থেকেই এই কাজগুলো শেখা যায় তাহলে অন্যের অধীনে কাজ করা চাইতে নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার কিংবা  ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন। 

পরিশেষে বলা যায় যে যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে সময়, ধৈর্য, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য সফটওয়্যার নিয়মিত প্র্যাকটিস, অনলাইনে সক্রিয় থাকতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কোন কিছুই সম্ভব না একমাত্র পরিশ্রমের দ্বারাই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পারে। আশা করি গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায় এই পোস্ট পড়ে বুঝতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url