বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট - ফ্রি অনলাইন ইনকাম সাইট
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট বলতে আসলে বোঝানো হয়েছে যে সকল সাইটগুলোতে ফ্রি রেজিস্ট্রেশন করে বিভিন্ন কাজের মাধ্যমে আয় করা যায়। কারণ অনলাইন ইনকাম সাইট তো অনেক রয়েছে কিন্তু বিশ্বস্ত সাইট খুঁজে পাওয়া খুবই চ্যালেঞ্জ।
সূচিপত্রঃ বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
- বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
- ফ্রি অনলাইন ইনকাম সাইট
- অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট
- মোবাইল অ্যাপ দিয়ে বিশ্বস্ত অনলাইন ইনকামের উপায়
- অনলাইনে ইনকাম বাংলাদেশি সাইট
- Bohubrihi বাংলাদেশী অনলাইন ইনকাম সাইট
- Sohopathi বাংলাদেশী বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
- ফ্রি ইনকাম সাইটে কাজ করার আগে যেসব সতর্কতা জরুরি
- বিশ্বস্ত ইনকাম সাইট সম্পর্কিত FAQ সাধারণ প্রশ্ন উত্তর
- শেষ মন্তব্যঃ বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট খুঁজে পাওয়া অনেক মুশকিল। কারণ অনলাইনে ইনকাম করার জন্য যে সাইট গুলো রয়েছে অনেক ক্ষেত্রে এগুলো ফেক হয় তাই আপনি যে অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন সেই সাইট সম্পর্কে আগে ভালোভাবে বিস্তারিত জেনে নিয়ে তার রিভিউ চেক করে সেখানে একাউন্ট খুলতে পারেন। কারণ বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপদ ইনকাম সাইট খুব কম। চলুন নিচে অনলাইন ইনকাম সাইট আলোচনা করি ।
Swagbucks
এটি একটি মাইক্রোটাস্কিং অনলাইন ইনকাম প্লাটফর্ম। যেখানে বিভিন্ন ধরনের টাস্ক পূরণ করে আপনি ইনকাম করতে পারবেন। এখানে কাজের ধরন গুলো হচ্ছে সার্ভে পূরণ করা, ভিডিও দেখা, শপিং এবং সার্চ এর মাধ্যমে SB পয়েন্ট দিয়ে থাকে। এবং সেই পয়েন্ট গুলোকে paypal কিংবা গিফট কার্ডের দ্বারা রিডিম করা যায়। এখানে বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানি থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করা যায়।
এছাড়া গেম খেলে Swagbucks এর এফিলিয়েট লিংক দিয়ে শপিং করলে ক্যাশব্যাক পাওয়া যায় এছাড়া নতুন ইউজারদের রেফার করলে আয় থেকে ১০% কমিশন পাওয়া যাবে আজীবন। এখানে SB পয়েন্ট মানে হচ্ছে ১০০SB=১ USD। বাংলাদেশ সোহাগ বাক্স সাপোর্ট করে এরকম দেশ গুলোর মধ্যে নেই। তাই কিছু কৌশল করে একাউন্ট খুলতে হয়। VPN ব্যবহার করে USA/UK সিলেট করে খেলুন।
আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
যেহেতু বাংলাদেশের paypal নেই তাই বিকল্প পদ্ধতি অবলম্বন করে ক্যাশ আউট করতে হবে। আপনার পরিচিত বন্ধু কিংবা আত্মীয়দের বিদেশী paypal একাউন্টে Swagbucks পেমেন্ট নিন। এবং তিনি আপনাকে payoneer এর মাধ্যমে বিকাশ, নগদ কিংবা ব্যাংকে টাকা পাঠাবে। ভিপিএন লোকেশন যদি ইউএসএ করেন তাহলে সার্ভে থেকে ভালো রেট পাওয়া যায়।
Inbox dollars
এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন রিওয়ার্ড প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা গেম খেলা চালু পূরণ করে শপিং অফার কমপ্লিট করার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। পয়েন্টের কোন সিস্টেম নাই। তাই অনেকের কাছে এই সাইটটি খুবই জনপ্রিয়। তবে এই সাইটে USA তে কাজ করে তবে বাংলাদেশ থেকে কাজ করার জন্য ভিপিএন ব্যবহার করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হয়।
একাউন্ট খোলার সময় ইউনাইটেড স্টেটস এর যে কোন একটি স্টেটের জিপ কোড ব্যবহার করতে হয়। যেমন নিউইয়র্কের জিপ কোড 10001 এরকম হয়ে থাকে। এখানে বাংলাদেশ থেকে টাকা তোলার কোন সিস্টেম নাই তাই paypal -payoneer-bank transfer। প্রতিদিনের ডেইলি বোনাস গুলো সংগ্রহ করতে থাকতে হবে এবং পেড ইমেইল নিয়মিত ওপেন করে রাখলে অফার বেশি পাওয়া যায়।
My points
এটি একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম এখানে অনলাইনে শপিং পূরণ ভিডিও দেখা গেম খেলা ইমেইল পড়া ইত্যাদির মাধ্যমে পয়েন্ট অর্জন করা যায়। এখানে বিভিন্ন ধরনের কাজ করে পয়েন্ট সংগ্রহ করতে হয় এবং পেপাল থেকে গিফট কার্ড এ রূপান্তর করা যায়। এখানে ১ my points=0.006 থেকে 0.01USD. এখানেও VPN ব্যবহার করে USA/CANADA সিলেক্ট করে খেলতে হয়। এখানে সেম পদ্ধতিতে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়।
ফ্রী অনলাইন ইনকাম সাইট
ফ্রী অনলাইন ইনকাম সাইট গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অনেকেই এই সাইটগুলোতে কাজ করে আয় করতে পারবেন কোন ধরনের বিনিয়োগ ছাড়া। আপনারা যারা ফ্রি অনলাইন ইনকাম সাইট খুঁজছেন তারা আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং নিজেদের আয়ের পদ্ধতি খুঁজে নিতে পারবেন।
ফ্রি অনলাইন ইনকামের সাইট গুলোতে বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন সার্ভে পূরণ অর্থাৎ প্রশ্নের উত্তর দিয়ে আয়, ছোট ছোট কাজ যেমন ডাটা এন্ট্রি, টেস্টিং, ট্যাগিং করে আয়, ফ্রিল্যান্সিং সাইটে দক্ষতা অনুযায়ী কাজ বা ব্যবহার করে আয়, কন্টেন্ট ক্রিয়েশন যেমন ভিডিও, ব্লগ, ছবি বিক্রি করে আয়। উচ্চারণ নিচে কিছুই জনপ্রিয় ফ্রী অনলাইন ইনকাম সাইট তুলে ধরে যাক।
- Swagbucks
- Inbox dollars
- My point
- Prize rebel
- Ysense
- Click worker
- Micro workers
- Survey junkie
- Freecash
- Tulona
অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট
অনলাইনে ইনকাম করে খুবই সহজে বিকাশ পেমেন্ট পাওয়া যায় এ ধরনের সাইট বাংলাদেশের রয়েছে তবে তুলনামূলক কম। কারণ বেশিরভাগ অনলাইন ইনকাম সাইটগুলো আন্তর্জাতিক মানের পেমেন্ট সিস্টেম হয়ে থাকে। অর্থাৎ paypal থেকে payoneer তারপর ব্যাংক ট্রান্সফার এরপরে বিকাশ/নগদ। মানুষ তার চাহিদার তাগিদে বিভিন্ন ধরনের কাজ করে থাকে।
আরো পড়ুনঃ ঘরে বসে আয় করার সহজ উপায়
অনলাইনে কাজ করা অনেক মজা রয়েছে আপনি যদি একবার সেই অভিজ্ঞতা অর্জন করতে পারেন কাজের তাহলে আপনার অনলাইন থেকে ইনকাম করার আগ্রহ আরো বৃদ্ধি পাবে। অনলাইনের এই কাজগুলো হল ভিডিও দেখা, বিভিন্ন ধরনের টাস্ক পূরণ করা, বিভিন্ন লিংক শেয়ার করা, কুইজ প্রশ্নের উত্তর দেওয়া, বিভিন্ন এড দেখা, অফার পূরণ করা, অতিরিক্ত ইনকামের জন্য রেফার করা ইত্যাদি।
নিচের এই সাইটগুলো সরাসরি বিকাশ পেমেন্ট দিয়ে থাকে।
- Online micro job
- Work of job
- Satorify
- Shadhinkaj
- Multi earn BD
- EarnBD app
- Buzzbreak
মোবাইল অ্যাপ দিয়ে বিশ্বস্ত অনলাইন ইনকামের উপায়
মোবাইল এমন একটি ডিভাইস যা মানুষ কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে। ডিজিটাল যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবদান আছে মোবাইল ফোন। কারণ প্রত্যেকের হাতে এখন স্মার্ট মোবাইল ফোন রয়েছে এবং এই মোবাইল ফোন দিয়ে অনেকেই বিভিন্ন উপায়ে গেম খেলে ভিডিও এডিটিং লেখালেখি কোডিং এর দ্বারা ইনকাম করছে।
মোবাইল দিয়ে বিশ্বস্ত সাইট গুলোতে কাজ করে ইনকাম করার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। প্রথমত আপনাকে মোবাইল ফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সাইট ডাউনলোড করে নিতে হবে। এবং ডাউনলোড করার পর অ্যাপটি ইন্সটল করে নিয়ে সেখানে আপনার ইমেইল এড্রেস নাম এবং ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে
যে ধরনের অ্যাপ নামাবেন সে ধরনের কাজ আপনি সেই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন যদি আপনি মোবাইল দিয়ে গেম খেলার জন্য অ্যাপস নামান এবং সেখানে ইনকামের ব্যবস্থা থাকে তাহলে সেভাবে কাজ করতে হবে এবং অন্যথায় যদি আপনি অন্যান্য আরো অ্যাপস নামান এবং সেখানে বিভিন্ন ধরনের সার্ভে পূরণ মাইক্রো টাস্ক ভিডিও দেখা ইত্যাদি কাজের মাধ্যমে উপার্জন করতে পারবেন। যেমন Cashbaba একটি মোবাইল অ্যাপস এখানে রিচার্জ ও ছোট ছোট কাজ করে বিকাশে টাকা নিতে পারবেন।
অনলাইনে ইনকাম বাংলাদেশি সাইট
অনলাইনে ইনকাম করার জন্য বাংলাদেশে এখন বেশ কয়েকটি অ্যাপস তৈরি হয়েছে এবং সেগুলো থেকে বিভিন্ন কাজের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং বিকাশ কিংবা নগদ কিংবা ব্যাংক একাউন্টে টাকা দেয়। সঠিক বিশ্বাসযোগ্য সাইট আপনাকে নির্বাচন করতে হবে অন্যথায় সম্ভব নয়। তাই আগেই বিশ্বাসযোগ্য সাইট যাচাই করার পরে কাজ করা উচিত। বাংলাদেশী কয়েকটি সাইট।
- Earn BD app
- C work
- Sheba bondhu
- Daraz (seller/affiliate)
- Online micro job
- Work up job
- Shadhinkaj
- Taka Pura
- Toffee earning app
- Mcent browser
- Slide Joy BD
- Quiz hub
- Pathao Rider/food delivery
Bohubrihi বাংলাদেশী অনলাইন ইনকাম সাইট
এটি একটি বাংলাদেশি অনলাইন লার্নিং এবং আর্নিং প্লাটফর্ম এখানে অনলাইন জবের বিভিন্ন স্কিল রয়েছে এখান থেকে শিক্ষা অর্জন করে এই প্লাটফর্মে কাজ করা যায়। এই প্লাটফর্ম থেকে আপনি যে কোন স্কিলস লিখে ফাইবার কিংবা আপ ওয়ার্ক এ আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে পারবেন। এছাড়া এই প্রতিষ্ঠানের কোর্সগুলো প্রমোট করার মাধ্যমে কমিশন আয় করা যায়।
আপনার যদি নির্দিষ্ট কোন স্কেলে দক্ষতা থাকে তাহলে আপনি নিজের কোর্স তৈরি করে এই প্লাটফর্মে বিক্রি করতে পারবেন। এতে পেমেন্ট সিস্টেম খুবই ভালো কারণ বিকাশ নগদ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিয়ে থাকে। যেহেতু একটি বাংলাদেশি প্ল্যাটফর্ম তাই বাংলায় সহজেই কোর্স করা যায় এবং সার্টিফিকেট প্রদান করে থাকে। এছাড়া এখানে ক্যারিয়ার গড়ার জন্য সাপোর্ট টিম রয়েছে।
Sohopathi বাংলাদেশী বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
এটি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম যেখানে স্কুল-কলেজের এবং ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে টিচিং দেওয়া হয় এখানে মূলত শিক্ষকরা অনলাইনে শিক্ষার্থীদের পড়ে থাকেন এবং যেকোন জায়গা থেকে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যায়। এই প্লাটফর্মে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারে এবং অন্যান্য শিক্ষক কিংবা শিক্ষার্থী তাদের উত্তর দিতে পারে।
ফ্রি ইনকাম সাইটে কাজ করার আগে যে সব সতর্কতা জরুরী
ফ্রি ইনকাম সাইট গুলোতে কাজ করার আগে অবশ্যই আপনাকে সতর্কতা যাচাই করে নিতে হবে। কারণ বেশিরভাগ ফ্রী ইনকাম সাইটগুলো ফেক হয়ে থাকে। তাই সেখানে অ্যাকাউন্ট খোলার আগে এবং আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই সাইটটি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। সেলুন কি ধরনের সতর্কতা অবলম্বন করা যায় সেগুলো নিচে তুলে ধরার চেষ্টা করি।
- প্রথমত যে সাইটে কাজ করবেন তার বিশ্বস্ততা যাচাই করে নিন। অর্থাৎ সাইটটি কতদিন ধরে চলছে, তাদের রিভিউ, ফিডব্যাক এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানুন।
- যে সাইটগুলো অতিরিক্ত লোভনীয় অফার করবে মনে করবেন সেগুলো প্রতারণামূলক। কারণ ফেক সাইটগুলো অতিরিক্ত লোভনীয় অফার দিয়ে থাকে। হয়তো বলতে পারে 'দিনে ৫০০ ডলার ইনকাম করুন'।
- পেমেন্ট সিস্টেম যাচাই করে নিবেন কারণ বাংলাদেশ থেকে কাজ করার সময় তারা বিকাশ, নগদ কিংবা অন্যান্য ব্যাংক ট্রান্সফার সাপোর্ট করে কিনা আগে যাচাই করে নিন।
- রেজিস্ট্রেশনের সময় যদি আপনার নাম এবং ইমেইল ব্যতীত অন্য কোন ডকুমেন্ট চাই যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র তাহলে অবশ্যই এ সকল ডকুমেন্ট দেওয়ার আগে সাইট সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন আদৌ বিশ্বস্ত কিনা।
- প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করতে বললে কখনোই করবেন না কারণ ভুয়া অ্যাপ গুলো মোবাইলের ডাটা চুরি করে নেয়।
- যে সকল ফ্রি ইনকাম সাইট গুলোতে কাজ করতে যাবেন সেখানে যদি ইনভেস্ট করতে বলে কখনোই প্রথমে ইনভেস্ট করবেন না প্রথমে ফ্রি কাজ করার চেষ্টা করবেন পরে চিন্তাভাবনা করবেন।
- ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক একাউন্টের নাম্বার এবং বিকাশের পিন কোনভাবেই শেয়ার করা থেকে বিরত থাকবেন। কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে তথ্য দিবেন।
অনলাইন ইনকাম সাইট সম্পর্কিত FAQ সাধারণ প্রশ্নোত্তর
প্রশ্ন: সব সাইট কি ফ্রিতে কাজ করার সুযোগ দেয়?
উত্তর: বেশিরভাগ সাইড ফ্রি তবে প্রিমিয়াম সাইডে অতিরিক্ত সুবিধা পেতে সাবস্ক্রিপশন লাগে।
প্রশ্ন: কোন সাইটে মোবাইল দিয়ে আয় করা যায়?
উত্তর: Swagbucks, timebucks, clip claps, current rewards, Google opinion rewards ইত্যাদি।
প্রশ্ন: অনলাইন সার্ভে সাইট কতটা নির্ভরযোগ্য?
উত্তর: কিছু সার্ভে সাইট নির্ভরযোগ্য, তবে অনেক ভুয়া সার্ভিস সাইট আছে।
প্রশ্ন: ভিডিও দেখে আই করার সাইট কি সত্যি পেমেন্ট দেয়?
উত্তর: হ্যাঁ, তবে খুব বেশি আয় করা যায় না। ছোট আয়ের জন্য ব্যবহার করা যায়।
প্রশ্ন: নতুনদের জন্য কোন ইনকাম সাইড ভালো?
উত্তর: Swagbucks, timebucks, ysense, sohopathi ইত্যাদি।
প্রশ্ন: কাজ করার জন্য কি আলাদা সফটওয়্যার দরকার?
উত্তর: সাধারণত না, শুধু ব্রাউজার ও ইন্টারনেট সংযোগ হলেই হয়।
প্রশ্ন: একই সাইটে একাধিক অ্যাকাউন্ট খোলা যায়?
উত্তর: না, এতে একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
শেষ মন্তব্যঃ বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
আজকের পোস্টে কিভাবে নির্ভরযোগ্য অনলাইন ইনকাম সাইটগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে কাজ করার ধরন কি এবং বাংলাদেশের থেকে কাজ করতে হলে কোন সাইট গুলো ব্যবহার করতে হবে এ সকল কিছু আলোচনা করা হয়েছে। আপনারা যারা হাতে থাকা মোবাইল ফোনটি অযথা ক্রয় না করে ঘরে বসে থেকে ইনকাম করতে চান তারা আজকের পোস্টটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url